বাংলাদেশ আমাদের জন্মভূমি। নীল আকাশের ছায়ায় সবুজ ধরণীর বুকে স্বপ্নবোনা এক কবিতা। শস্যশ্যামল মাঠে দোল খায় বাতাস, নদীর কলতানে বাজে জীবনের সুর। গৌরবময় ইতিহাস আর বীরত্বের কাব্যে মোড়া এই দেশ আমাদের অহংকার, আমাদের আত্মপরিচয়। সুজলা-সুফলা বাংলার সম্ভাবনা রক্ষায় চাই সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব।
সেই মহৎ স্বপ্নে ১৯৮৪ সালের ১৪ই ফেব্রুয়ারি কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, কুমিল্লা মহানগরের অভিযাত্রা শুরু হয় একটি দীপ্ত শিখার মতো, যা আজ কুমিল্লার সীমানা পেরিয়ে জাতীয় অঙ্গনে আলোর দিশারি।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কেবল একটি পাঠক মিলনমেলাই নয়, এটি এক মহীরুহ - যার ছায়ায় বিকশিত হয় শিশু-কিশোরদের স্বপ্ন, চেতনা ও নেতৃত্ব। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি সেই মহীরুহের শাখা-প্রশাখা, যা নিরন্তর জাগিয়ে রাখে আগামী প্রজন্মের দীপ্ত সম্ভাবনা।
আমি বিশ্বাস করি, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম হবে ভবিষ্যৎ প্রজন্মের হাতে এক অনন্য আলোছায়ার বাতিঘর।